গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এ ভাঙনরোধে কার্যকরি ব্যবস্থাগ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রোববার (২৬ মে) বিকেলে এসকেএস ক্রিয়া প্রকল্পের আয়োজনে ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভাঙন কবলিত নদীর তীরে নারী-পুরুষ, শিশু বৃদ্ধসহ ২ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন- ইউপি সদস্য খইমুদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল হালিম, এসকেএসের প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, রবিরন বেগম, মর্জিনাসহ অনেকে।
বক্তারা বলেন, নদী ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে এ এলাকায় চর পেপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেপুলিয়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পেপুলিয়া, টেংরাকান্দি, বাজে ফুলছড়ি, দেলুয়াবাড়ি, পশ্চিম খাটিয়ামারি, চন্দনস্বর এলাকার ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙে যাবে।
বক্তারা দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানান।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট