গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (২২ জুন) সকাল ১১ টার দিকে উপজেলা সভাপতি ও সাবেক সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির উপজেলা সিনিয়র সহসভাপতি মো. আনসর আলী সরদার, সহসভাপতি এটিএম এনামুল হক মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কওছর আজম হাননু, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি মো. মশিউর রহমান সরদার, বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল হক রেজা, বেলকা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, কাপাসিয়া ইউনিয়ন সভাপতি মো. জালাল উদ্দিন সরকার, শ্রীপুর ইউনিয়ন সভাপতি মো. মতিয়ার রহমান ডাকুয়া, চন্ডিপুর ইউনিয়ন সভাপতি মো. শাখাউল ইসলাম সাখা, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন বাবু ও ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমুখ।
এতে ১৫ ইউনিয়ন এবং পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত থেকে মতামত তুলে ধরেন তাঁদের বক্তব্যে।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট