জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার বিকেলে সাদুল্লাপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম বিএসসি। এছাড়া উপজেলা জাতীয় পার্টির নেতা আব্দুস সামাদ মধু মন্ডল, বাবুল সরদার, ময়নুল ইসলাম দুদু, মোস্তাফিজা রহমান রনজু প্রমুখ। আলোচনা শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















