গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের প্রবীণ শিক্ষক নূর মোহাম্মদ (৯১) বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এইদিন রাত ১০ টার দিকে তাকে পশ্চিম ফলগাছা ও পূর্ব দেওডোবা কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়েছে। চাকুরী জীবনে তার শেষ কর্মস্থল ছিলো- পশ্চিম ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ তথ্য নিশ্চিত করেছেন স্বজনরা।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 




















