গাইবান্ধার সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর পাকা সড়ক ঘেঁষে বুজরুক পাকুরিয়া নামক স্থানের মাত্র এক কিলোমিটার মেঠোপথ। এরই মাঝখানে একটি উঁচু কালভার্ট নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের ২০ বছর পেরিয়ে গেলেও দুইপাশে ভরাট করা হয়নি মাটি। ফলে মানুষের চলাচলে বেড়েছে দুর্ভোগ। ব্যবহার অনুপযোগী এই কালভার্ট নির্মিত হওয়ায় এখন এলাকাবাসী হারিয়ে ফেলেছেন তাদের পূর্বের পথটিও। বর্তমানে এই কালভার্টটি ভেঙে ফেলার দাবি এলাকাবাসীর।
সম্প্রতি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নে বুজরুক পাকুরিয়া গ্রামের মেঠোপথে নজরে পড়ে নিঃসঙ্গ এই কালভার্টটি। সংযোগ মুখে মাটি না থাকায় মানুষের চলচলা বন্ধ হয়েছে এ পথে।
এলাকাবাসী জানায়, ওই রাস্তা দিয়ে যুগ যুগ ধরে এলাকার মানুষ নির্বিঘ্নে চলাচল করতেন। এরই মধ্যে এসডিএফ নামের সংস্থার অর্থায়নে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করে। আর এটি নির্মাণের ২০ বছর পেরিয়ে গেলেও সংযোগের জন্য দুই মুখে এখনো মাটি ভরাট করা হয়নি। এমতাবস্থায় বন্ধ হয়েছে মানুষের চলাফেরা। যার কারণে ৪২ লিং প্রসস্ত রাস্তাটি কৃষকরা ধীরে ধীরে কেটে নিয়ে এখন ২০ লিং দৃশ্যমান রয়েছে। যুগযুগ ধরে হাঁটা পথের ওপর ব্যবহার অনুপযোগী ওই কালভার্ট নির্মিত হওয়ায় এখন এলাকাবাসী হারিয়ে ফেলেছেন তাদের চলাচলের পূর্বের পথটিও। তবে কতিপয় লোকজন বিশেষ প্রয়োজনে মই বেয়ে ওঠে চলাচল করছেন।
স্থানীয় মেহেদী হাসান নামের এক ব্যক্তি বলেন, আমাদের এই পথে কালভার্টের দরকার ছিলো না। প্রকল্পের নামের এনজিওর টাকা দিয়ে এই কালভার্ট নির্মাণ করা হয়। সেখানে দুইপাশে মাটি ভরাট না করায় এ পথে মানুষর চলাচল উঠে গেছে। তাই এই কালভার্টটি ভেঙে ফেলা হলে শত বছরের চেনা পথটি ফিরে পাবেন জনসাধারণ।
এ বিষয়ে এসডিএফ সংস্থার তৎকালীন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কমিটির একাধিক সদস্য বলেন, ওই জায়গায় কালভার্ট নির্মাণের পর মাটি ভরাটের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এরই মধ্যে অন্য পাশে পাকা সড়ক হওয়ায় একটু ঘুর হলেও সেদিক দিয়ে এখন এই এলাকার মানুষ চলাচল করছেন।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া ওই রাস্তার ওপর কালভার্টটি অনেক উঁচু করে নির্মাণ করা হয়েছে। সংযোগে মুখে মাটি ভরাটের প্রকল্প পেলে তা গ্রহণ করা হবে।
সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম বলেন, এই কাজ দেখভাল দায়িত্ব আমার দফতরের না। যারা কালভার্ট নির্মাণ করেছে তারায় সেখানে মাটি ভরাট করবেন।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট