রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে হায়দরাবাদের মাঠে ওয়ার্নারদের খেলতে না দেয়ার হুমকি

আগামী এপ্রিল-মে মাসে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের ১৪তম আসর। তবে এ আসরে সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে খেলতে না দেয়ার হুমকি দিয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধায়ক দনম নগেন্দ্র। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আইপিএল নিলামে স্থানীয় কোনো ক্রিকেটারকে দলে নেয়নি সানরাইজার্স হায়দরাবাদ। সেই কারণে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিকে একহাত নেন তিনি।
সংবাদমাধ্যকে নগেন্দ্র জানিয়েছেন, হায়দরাবাদে প্রতিশ্রুতিমান ক্রিকেটারের অভাব নেই। এখানের ক্রিকেটাররা রঞ্জি ট্রফি ও অনূর্ধ্ব-১৯সহ একাধিক টুর্নামেন্ট খেলেন। ওদের আইপিএলে সুযোগ দেয়া উচিত ছিল।
নগেন্দ্র আরও বলেছেন, নিজের প্রতিভার জন্য কেবলমাত্র সিরাজই নজর কেড়েছে। অন্যান্য ক্রিকেটাররাও রয়েছে, যাদের সুযোগ দেয়া উচিত ছিল। ডেভিড ওয়ার্নারও মাঝে মধ্যে খারাপ খেলে, ও বল বিকৃতি কাণ্ডের মূল হোতা। অথচ এ অস্ট্রেলিয়ানই আমাদের দলের অধিনায়ক। আমরা সানরাইজার্স কর্তৃপক্ষের কাছে স্থানীয় ক্রিকেটার নেয়ার দাবি জানাই। তা না হলে হায়দরাবাদে যাতে ম্যাচ না হয় সেটা আমরা নিশ্চিত করব।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, সানরাইজার্স হায়দরাবাদ স্থানীয় ক্রিকেটার দলে না নেয়ায় নগেন্দ্রই ‘হায়দরাবাদ’ শব্দ মুছে ফেলার হুমকি দেন। শুধু তিনিই নন, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনও স্থানীয় ক্রিকেটারদের সুযোগ না দেয়ায় হতাশা প্রকাশ করেছেন।
জনপ্রিয়

আইপিএলে হায়দরাবাদের মাঠে ওয়ার্নারদের খেলতে না দেয়ার হুমকি

প্রকাশের সময়: ০৭:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
আগামী এপ্রিল-মে মাসে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের ১৪তম আসর। তবে এ আসরে সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে খেলতে না দেয়ার হুমকি দিয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধায়ক দনম নগেন্দ্র। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আইপিএল নিলামে স্থানীয় কোনো ক্রিকেটারকে দলে নেয়নি সানরাইজার্স হায়দরাবাদ। সেই কারণে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিকে একহাত নেন তিনি।
সংবাদমাধ্যকে নগেন্দ্র জানিয়েছেন, হায়দরাবাদে প্রতিশ্রুতিমান ক্রিকেটারের অভাব নেই। এখানের ক্রিকেটাররা রঞ্জি ট্রফি ও অনূর্ধ্ব-১৯সহ একাধিক টুর্নামেন্ট খেলেন। ওদের আইপিএলে সুযোগ দেয়া উচিত ছিল।
নগেন্দ্র আরও বলেছেন, নিজের প্রতিভার জন্য কেবলমাত্র সিরাজই নজর কেড়েছে। অন্যান্য ক্রিকেটাররাও রয়েছে, যাদের সুযোগ দেয়া উচিত ছিল। ডেভিড ওয়ার্নারও মাঝে মধ্যে খারাপ খেলে, ও বল বিকৃতি কাণ্ডের মূল হোতা। অথচ এ অস্ট্রেলিয়ানই আমাদের দলের অধিনায়ক। আমরা সানরাইজার্স কর্তৃপক্ষের কাছে স্থানীয় ক্রিকেটার নেয়ার দাবি জানাই। তা না হলে হায়দরাবাদে যাতে ম্যাচ না হয় সেটা আমরা নিশ্চিত করব।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, সানরাইজার্স হায়দরাবাদ স্থানীয় ক্রিকেটার দলে না নেয়ায় নগেন্দ্রই ‘হায়দরাবাদ’ শব্দ মুছে ফেলার হুমকি দেন। শুধু তিনিই নন, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনও স্থানীয় ক্রিকেটারদের সুযোগ না দেয়ায় হতাশা প্রকাশ করেছেন।