গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া বালিকা বিদ্যালয় এন্ড কলেজ থেকে ২০২৪ ইং সালের প্রকাশিত এইচএসসির ফলাফলে এ বছর সাদুল্লাপুর উপজেলায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
এ বছর হিংগারপাড়া বালিকা বিদ্যালয় এন্ড কলেজ থেকে মোট ৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত ফলাফলে ৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। কৃতকার্য ৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন শিক্ষার্থী জিপিএ – ৫ অর্জন করেছে।
হিংগার পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার জানান, ফলাফলে সাদুল্লাপুর উপজেলায় প্রথম স্থান অধিকার করায় আমরা কলেজের সকলেই আনন্দিত। এই ফলাফলের পেছনে, কলেজের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী নিরলস ভাবে দিনের পর দিন পরিশ্রম করেছেন। যার কারণে আজ কলেজের এই ফলাফল অর্জন হয়েছে। আমি আশা করছি আগামী দিনে শিক্ষার্থীরা যাতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারে সে বিষয়ে আমরা দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবো।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 
























