মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে সাড়ে ১৩ হাজার নাগরিক পাচ্ছেন স্মার্ট কার্ড

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র’ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসুচির আওতায় প্রথম দফায় ১৩ হাজার ৬২৮ জন নাগরিক পাচ্ছেন স্মার্ট কার্ড।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এ বিতরণ কার্যক্রম ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত চলবে বলে জানা গেছে।

জানা যায়, গত ২০১৯ সালে সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নে হালনাগাদ কার্যক্রম সময়ে ২১ হাজার নাগরিক নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়। এসব নাগরিকদের মধ্যে ১৩ হাজার ৬২৮টি স্মার্ট কার্ড পৌঁছেছে। অন্তর্ভূক্তির অবশিষ্ট নাগরিকদের বয়স পুর্ণ না হওয়ায় তাদের স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে না।

সাদুল্লাপু উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান জানান, সেই সময়ে হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভূক্তির যাদের বয়স এখনো পূর্ণ হয়নি, তাদের পরবর্তীতে স্মর্ট কার্ড দেয়া হবে।

তিনি আরো বলেন, উপজেলার ১১ ইউনিয়নে নতুন ভোটারসহ এ পর্যন্ত ভোটার সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৫ হাজার ৬১০ জনে।

 

জনপ্রিয়

সাদুল্লাপুরে সাড়ে ১৩ হাজার নাগরিক পাচ্ছেন স্মার্ট কার্ড

প্রকাশের সময়: ১১:১৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র’ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসুচির আওতায় প্রথম দফায় ১৩ হাজার ৬২৮ জন নাগরিক পাচ্ছেন স্মার্ট কার্ড।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এ বিতরণ কার্যক্রম ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত চলবে বলে জানা গেছে।

জানা যায়, গত ২০১৯ সালে সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নে হালনাগাদ কার্যক্রম সময়ে ২১ হাজার নাগরিক নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়। এসব নাগরিকদের মধ্যে ১৩ হাজার ৬২৮টি স্মার্ট কার্ড পৌঁছেছে। অন্তর্ভূক্তির অবশিষ্ট নাগরিকদের বয়স পুর্ণ না হওয়ায় তাদের স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে না।

সাদুল্লাপু উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান জানান, সেই সময়ে হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভূক্তির যাদের বয়স এখনো পূর্ণ হয়নি, তাদের পরবর্তীতে স্মর্ট কার্ড দেয়া হবে।

তিনি আরো বলেন, উপজেলার ১১ ইউনিয়নে নতুন ভোটারসহ এ পর্যন্ত ভোটার সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৫ হাজার ৬১০ জনে।