ক্রিকেটের সবচেয়ে বড় ভেন্যু আহমেদাবাদের মোতেরা সর্দার প্যাটেল স্টেডিয়াম। নতুন রূপে গড়ে ওঠা এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা এক লাখ ১০ হাজার। এই মাঠে গোলাপি বলের দিবারাত্রির টেস্টে মুখোমুখি হওয়ার অপেক্ষায় ইংল্যান্ড এবং ভারত।চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে এই মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি নিয়ে উচ্ছ্বসিত দুই দেশ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি স্টেডিয়ামটির একটি ভিডিও নিজেদের টুইটারে আপলোড করেছে। এই স্টেডিয়ামের অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একাধিক অনুশীলনের পিচ তৈরি করা হয়েছে।
২০১৭ সালে মোতেরা স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়। ৬৩ একর জায়গাজুড়ে অবস্থিত এই স্টেডিয়াম। যার নির্মাণকাজে ব্যয় হয়েছে ৭০০ কোটি রুপির বেশি। এই মাঠের আসন সংখ্যা সর্বাধিক এক লাখ ১০ হাজার হলেও করোনার কারণে মাত্র ৫৫ হাজার টিকিট বাজারে ছাড়ে বিসিসিআই। এদিকে অনুশীলন শুরুর আগে ঘুরে ঘুরে স্টেডিয়ামটি পর্যবেক্ষণ করেছেন দু’দলের ক্রিকেটাররা। নতুন এই স্টেডিয়ামের দিবারাত্রির টেস্ট নিয়ে বেশ রোমাঞ্চিত ভারত ও ইংল্যান্ডের খেলোয়াড়রা।
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
অভিষেকের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম
-
জাগো২৪.নেট,স্পোর্টস ডেস্ক - প্রকাশের সময়: ১২:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- ১২
জনপ্রিয়


























