মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমি ছিন্নভিন্ন-বিধ্বস্ত : মিমি

টালিউড অভিনেত্রী এবং সংসদ সদস্য মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখেছেন- ‘‌আমি ছিন্নভিন্ন, আমি বিধ্বস্ত। আমি নিঃশ্বাস নিতে পারছি না এটা লেখার সময়। আমাকে এই লড়াইটা লড়তে হবে।
হঠাতই এমন কী ঘটনা ঘটল যে তিনি এতটাই ভেঙে পড়েছেন? এবং মানসিক অবস্থা প্রকাশ করতে হচ্ছে সামাজিক মাধ্যমে? সেই প্রশ্ন সকলের।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিমির ইনস্টাগ্রামে এমনই পোস্ট দেখে অনেক নেটিজেনের মনেই কৌতূহল সৃষ্টি হয়েছে।
কয়েকদিন আগেই গোয়ায় বেড়াতে যাওয়ার হাসিখুশি নানা মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। সেখানে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আনন্দ উপভোগও করেছেন। তারপর ফিরেই এমন বিষাদমাখা পোস্ট দেখে মনভার অনুরাগীদেরও।
আসলে মিমির দুই পোষ্য চিকু ও ম্যাক্স। আট বছরের ল্যাব্রাডার সেই চিকুর শরীরে বাসা বেঁধেছে মারণব্যাধি ক্যানসার। মিমিকে যারা চেনেন তারা হয়ত জানেন, অভিনেত্রী এই দুই পোষ্যকে সন্তানের মতোই দেখেন।
তাই তার এক সন্তানের এমন রোগ হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। সবার কাছে সাহায্য চেয়ে মিমি লেখেন, ‘‌আপনাদের সাহায্য প্রয়োজন। আমার বড় ছেলে চিকু ক্যানসারে আক্রান্ত। ভাইরাস তার শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে। শহরের চিকিৎসকরা হাত তুলে দিয়েছেন, কোনো সার্জারি করা যাবে না। চেন্নাইয়ের কোনো পশু চিকিৎসক যদি কারোর চেনা থাকে তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন।’‌
নিজের ব্যস্ততম জীবন থেকে সময় বের করে মিমি তার দুই পোষ্যের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাদের জন্মদিনও তিনি পালন করেছিলেন জাঁকজমকভাবে। মিমি প্রায়ই তার পোষা দুই কুকুরের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। সুস্থ হয়ে উঠুক মিমির আদরের চিকু এখন সেটাই প্রার্থনা সকলের।
জনপ্রিয়

আমি ছিন্নভিন্ন-বিধ্বস্ত : মিমি

প্রকাশের সময়: ০৮:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
টালিউড অভিনেত্রী এবং সংসদ সদস্য মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখেছেন- ‘‌আমি ছিন্নভিন্ন, আমি বিধ্বস্ত। আমি নিঃশ্বাস নিতে পারছি না এটা লেখার সময়। আমাকে এই লড়াইটা লড়তে হবে।
হঠাতই এমন কী ঘটনা ঘটল যে তিনি এতটাই ভেঙে পড়েছেন? এবং মানসিক অবস্থা প্রকাশ করতে হচ্ছে সামাজিক মাধ্যমে? সেই প্রশ্ন সকলের।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিমির ইনস্টাগ্রামে এমনই পোস্ট দেখে অনেক নেটিজেনের মনেই কৌতূহল সৃষ্টি হয়েছে।
কয়েকদিন আগেই গোয়ায় বেড়াতে যাওয়ার হাসিখুশি নানা মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। সেখানে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আনন্দ উপভোগও করেছেন। তারপর ফিরেই এমন বিষাদমাখা পোস্ট দেখে মনভার অনুরাগীদেরও।
আসলে মিমির দুই পোষ্য চিকু ও ম্যাক্স। আট বছরের ল্যাব্রাডার সেই চিকুর শরীরে বাসা বেঁধেছে মারণব্যাধি ক্যানসার। মিমিকে যারা চেনেন তারা হয়ত জানেন, অভিনেত্রী এই দুই পোষ্যকে সন্তানের মতোই দেখেন।
তাই তার এক সন্তানের এমন রোগ হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তিনি। সবার কাছে সাহায্য চেয়ে মিমি লেখেন, ‘‌আপনাদের সাহায্য প্রয়োজন। আমার বড় ছেলে চিকু ক্যানসারে আক্রান্ত। ভাইরাস তার শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে। শহরের চিকিৎসকরা হাত তুলে দিয়েছেন, কোনো সার্জারি করা যাবে না। চেন্নাইয়ের কোনো পশু চিকিৎসক যদি কারোর চেনা থাকে তাহলে দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন।’‌
নিজের ব্যস্ততম জীবন থেকে সময় বের করে মিমি তার দুই পোষ্যের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাদের জন্মদিনও তিনি পালন করেছিলেন জাঁকজমকভাবে। মিমি প্রায়ই তার পোষা দুই কুকুরের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। সুস্থ হয়ে উঠুক মিমির আদরের চিকু এখন সেটাই প্রার্থনা সকলের।