গাইবান্ধার সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদ শূন্য হয়। এতে জহুরুল ইসলামকে সভাপতি ও রিজু মিয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে এই পদ দুটি পূরণ করা হয়েছে।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন- জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু।
এর আগে ২০ মার্চ জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মন্ডল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলুর যৌথ স্বাক্ষরে জহুরুল ইসলামকে সভাপতি ও রিজু মিয়াকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনিত করা হয়।
জানা যায়, জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে ছিলেন বকু মিয়া। তিনি অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয় এবং সাংগঠনিক সম্পাদক পদে থাকা শাহানুর ইসলাম কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়। এ কারণে শূন্য দুই পদে জহুরুল ইসলামকে সভাপতি ও রিজু মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলু বলেন, ৬ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে বকু মিয়া দায়িত্ব থাকাবস্থায় অসুস্থ হন। সেই সময়ে তিনি আমাকে ডেকে তার ভাতিজা জহরুল ইসলামকে সভাপতি পদটি দেওয়ার অনুরোধ করেন এবং এর কয়েকদিন পর তিনি মারা গেছেন। সেই মানবিক দৃষ্টিকোণ থেকে জহরুল ইসলামকে সভাপতি পদে মনোনিত করা হয়েছে। একইসাথে শূন্য সাংগঠনিক সম্পাদক পদে রিজু মিয়াকে দায়িত্ব দেওয়া হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

























