শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় এবং মাদরাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম পাঠদানের কলা-কৌশল বিষয়ে শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এসময় তিনি শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগাতে শিক্ষকদের আন্তরিকতা, সৃজনশীল চিন্তা ও নতুন কৌশল প্রয়োগ করা জরুরি বলে জানান। হাতে-কলমে পাঠদান করালে শিক্ষার্থীরা বিষয়বস্তু সহজে বুঝতে পারে। এসময় জেলা প্রশাসক শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























