চলতি শারদীয় দুর্গাপূজায় সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের সবগুলো মণ্ডপ পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ। একইসঙ্গে মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ইউনিয়নের দুর্গাপুর, তরফ বাজিত ও হামিন্দপুরসহ ৬টি মণ্ডপ পরির্দশনসহ নগদ অর্থ দেওয়া হয়। এসময় পরিষদটি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান জাহিদ হাসান শুভ পূজারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সুন্দর-সুশৃঙ্খলভাবে দুর্গোৎসব পালন করবেন। এসময় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা কিংবা আশঙ্কা যদি মনে করেন তাহলে দ্রুত সময়ে আমাকেসহ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। তাই নির্বিঘ্নে উৎসবমূখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হোক এ প্রত্যাশা করছি।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 














