গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সার্বিক সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সুমী কায়ছার। এর আগে নবগঠিত কমিটির সংক্ষিপ্ত এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, থানা অফিসার ইনচার্জ ওসি মো. তাজুল ইসলাম, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ফিল্ড সুপারভাইজার ড. শাহিন আক্তার, সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মুহাঃ একরামুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্লাহ, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, রামজীবন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ জব্বার, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল, সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, শিক্ষক মো. জাহিদুল ইসলাম জাহিদ, গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) উপজেলা প্রজেক্ট অফিসার মোছাঃ ডলি সুলতানা, কাজী এম সাখাওয়াত হোসেন, সুপার মাওলানা মো. ইদ্রিস আলী ও শিক্ষার্থী সৈয়দ রিয়াজুল ইসলাম রিয়াদসহ অনেকে। মতবিনিময় সভায় কমিটির ৪১ সদস্য উপস্থিত থেকে সুচিন্তিত মতামত তুলে ধরেন তাঁদের বক্তব্যে।
অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সুমী কায়ছার।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















