বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সুন্দরগঞ্জে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক একেএম ফখরুল ইসলাম মিলুর নেতৃত্বে সুন্দরগঞ্জ পৌরশহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’, সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একেএম ফখরুল ইসলাম মিলু, ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মোনারুল ইসলাম মোনা, বিদ্যুৎ, নিশাত, সবুজ, হরি মহন্ত, নিপু বিশ্বাস প্রমুখ।

মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নতুন আশার সঞ্চার হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সুন্দরগঞ্জে আনন্দ মিছিল

প্রকাশের সময়: ০৮:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক একেএম ফখরুল ইসলাম মিলুর নেতৃত্বে সুন্দরগঞ্জ পৌরশহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’, সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একেএম ফখরুল ইসলাম মিলু, ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মোনারুল ইসলাম মোনা, বিদ্যুৎ, নিশাত, সবুজ, হরি মহন্ত, নিপু বিশ্বাস প্রমুখ।

মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নতুন আশার সঞ্চার হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।