বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন লালমনিরহাটে উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে জেলার সবকটি গির্জায় একযোগে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শান্তির বাণী প্রচারের মাধ্যমে বড় দিনের কর্মসূচি শুরু হয়। বড় দিন উপলক্ষে লালমনিরহাট শহরসহ জেলার বিভিন্ন খ্রিস্টান পল্লী আলোকসজ্জা ও নান্দনিক সাজ সজ্জায় সেজে ওঠে। এতে সর্বত্র সৃষ্টি হয় উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশ। লালমনিরহাট চার্চ অব গড সহ বিভিন্ন গির্জায় দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরের মন্ডলী(চা্র্চ অব গড) এর সভাপতি আশীষ দাস বলেন, “বড়দিন আমাদের জন্য ভালোবাসা, শান্তি ও মানবতার শিক্ষা দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুললেই যিশু খ্রিস্টের আদর্শ বাস্তবায়ন হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে মানবিক মূল্য বোধে উজ্জীবিত হতে হবে।”

এ সময় সাধারণ সম্পাদক সজীব দাস তমাল বলেন, “বড়দিন কেবল খ্রিস্টানদের উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দের দিন। এই দিনে আমরা প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি এবং মানুষের কল্যাণ কামনা করেছি। সমাজে ভালোবাসা ও সহনশীলতার চর্চাই বড়দিনের মূল শিক্ষা।”

প্রার্থনা শেষে শিশুদের মাঝে উপহার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

বড়দিন উদযাপনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গির্জা ও আশপাশের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

প্রকাশের সময়: ০৫:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন লালমনিরহাটে উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে জেলার সবকটি গির্জায় একযোগে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শান্তির বাণী প্রচারের মাধ্যমে বড় দিনের কর্মসূচি শুরু হয়। বড় দিন উপলক্ষে লালমনিরহাট শহরসহ জেলার বিভিন্ন খ্রিস্টান পল্লী আলোকসজ্জা ও নান্দনিক সাজ সজ্জায় সেজে ওঠে। এতে সর্বত্র সৃষ্টি হয় উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশ। লালমনিরহাট চার্চ অব গড সহ বিভিন্ন গির্জায় দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও মানব কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরের মন্ডলী(চা্র্চ অব গড) এর সভাপতি আশীষ দাস বলেন, “বড়দিন আমাদের জন্য ভালোবাসা, শান্তি ও মানবতার শিক্ষা দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুললেই যিশু খ্রিস্টের আদর্শ বাস্তবায়ন হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে মানবিক মূল্য বোধে উজ্জীবিত হতে হবে।”

এ সময় সাধারণ সম্পাদক সজীব দাস তমাল বলেন, “বড়দিন কেবল খ্রিস্টানদের উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দের দিন। এই দিনে আমরা প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি এবং মানুষের কল্যাণ কামনা করেছি। সমাজে ভালোবাসা ও সহনশীলতার চর্চাই বড়দিনের মূল শিক্ষা।”

প্রার্থনা শেষে শিশুদের মাঝে উপহার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। এতে শিশু-কিশোরসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

বড়দিন উদযাপনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গির্জা ও আশপাশের এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।