গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন সাবেক সরকারি কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তাঁরা এ প্রতিষ্ঠানটিতে আসেন। এ সময় তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, পাঠদানের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং শেষে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় কথা বলেন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু আনোয়ার, নীলফামারী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুল আনোয়ার, সাবেক বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সাবেক সাবরেজিস্টার মো. নুরুল হাকিম ও সাবেক উপজেলা খাদ্য কর্মকর্তা বিমল চন্দ্র রায়সহ অনেকে
পরিদর্শনকালে সাবেক কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষকদের পাঠদানের পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন। তারা বলেন, সবুজ ও সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলে শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত বিকাশ আরও ত্বরান্বিত হয়।
এ সময় তারা সবুজ শিক্ষালয়ের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এদিকে প্রতিষ্ঠানটির পরিচালক মুহাঃ একরামুল হক পরিদর্শনে আগত সাবেক সরকারি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















