শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাপা মহাসচিব একাই লড়বেন দুটি আসনে, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫ আসনে লড়বেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি- জাপা মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার (২ জানুয়ারি) থেকে শনিবার (৩ জানুয়ারি) পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ওই দুই আসনসহ গাইবান্ধার পাঁচটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাই জাতীয় পার্টি- জাপা মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এসময় ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী বলেই নির্বাচনের পথে এসেছি। তবে নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয়, তাহলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।

অনুসন্ধানে জানা যায়, জাতীয় পাটির মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ও রোকেয়া ইসলাম দম্পতির ছেলে। রাজনৈতিক জীবনে- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন ও প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। এছাড়া জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ২০১৮ সালে গাইবান্ধা-১ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চলতি ২০২৫ সালের ৭ জুলাই তাকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। এই রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জনপ্রিয়

জাপা মহাসচিব একাই লড়বেন দুটি আসনে, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশের সময়: ০৭:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫ আসনে লড়বেন জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি- জাপা মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার (২ জানুয়ারি) থেকে শনিবার (৩ জানুয়ারি) পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ওই দুই আসনসহ গাইবান্ধার পাঁচটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাই জাতীয় পার্টি- জাপা মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এসময় ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী বলেই নির্বাচনের পথে এসেছি। তবে নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয়, তাহলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।

অনুসন্ধানে জানা যায়, জাতীয় পাটির মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী ও রোকেয়া ইসলাম দম্পতির ছেলে। রাজনৈতিক জীবনে- ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব পালন ও প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। এছাড়া জাতীয় পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ২০১৮ সালে গাইবান্ধা-১ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। একই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চলতি ২০২৫ সালের ৭ জুলাই তাকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। এই রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।