গাইবান্ধা সদর উপজেলার মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিউল ইসলাম সুমন (৪২) কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা সদর থানাধীন নারায়ণপুরের বাকির মোড়ে অবস্থিত সুলতান মিয়ার মুদির দোকানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি শফিউল ইসলাম সুমন নারায়নপুর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।
র্যাব ১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দলের পক্ষ থেকে বলা হয়- মাদক মামলায় আসামি শফিউল ইসলাম সুমনকে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। তখন থেকে আদালতে আত্নসমর্প না করে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্নগোপনে থাকেন এই আসামি। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওইস্থান থেকে আসামি শফিউল ইসলাম সুমনকে গ্রেফতার হয়েছে।
এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















