শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় এ পর্যন্ত  প্রার্থিতা ফিরে পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলাদেশের বিরুদ্ধে গাইবান্ধার বিভিন্ন আসন থেকে অনেক প্রার্থী নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। তাদের মধ্যে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন আটজন ।

গত রোববার (১১ জানুয়ারি) থেকে বুধবার (১৪ জানুয়ারি) পর্যন্ত নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিঅন্তে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপিল করা ওই প্রার্থীদের প্রার্থিতা মঞ্জুর করা হয়।

যারা প্রার্থিতা ফিরে পেলেন-

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন, ছালমা আক্তার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রমজান আলী।

গাইবান্ধা- ২ (সদর) আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম গোলাম আযম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জনতার দলের প্রার্থী মঞ্জরুল হক ও স্বতন্ত্র এ এম খাদেমুল ইসলাম খুদি।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ প্রার্থিতা ফিরে পেয়েছেন।

উল্লিখিত প্রার্থীরা জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা রির্টানিং অফিসার কর্তৃক তাদের মনোনয়পত্রে কিছু অসঙ্গতি দেখিয়ে বাতিল করেন। এরপর তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে তা মঞ্জুর করে বৈধ প্রার্থী ঘোষণা করা করেছে।

প্রার্থিতা মঞ্জুর সিদ্ধান্ত তালিকায় স্বাক্ষর করেন- নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-২ শাখার সিনিয়র সহকারী সচিব আরিফুর রহমান।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ওই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এ সংক্রান্ত সমস্যা কাটিয়ে এখন বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত হবেন তারা।

জনপ্রিয়

গাইবান্ধায় এ পর্যন্ত  প্রার্থিতা ফিরে পেলেন যারা

প্রকাশের সময়: ০৬:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলাদেশের বিরুদ্ধে গাইবান্ধার বিভিন্ন আসন থেকে অনেক প্রার্থী নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। তাদের মধ্যে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন আটজন ।

গত রোববার (১১ জানুয়ারি) থেকে বুধবার (১৪ জানুয়ারি) পর্যন্ত নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিঅন্তে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপিল করা ওই প্রার্থীদের প্রার্থিতা মঞ্জুর করা হয়।

যারা প্রার্থিতা ফিরে পেলেন-

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মহসিন, ছালমা আক্তার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রমজান আলী।

গাইবান্ধা- ২ (সদর) আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম গোলাম আযম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মিহির কুমার ঘোষ।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জনতার দলের প্রার্থী মঞ্জরুল হক ও স্বতন্ত্র এ এম খাদেমুল ইসলাম খুদি।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ প্রার্থিতা ফিরে পেয়েছেন।

উল্লিখিত প্রার্থীরা জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা রির্টানিং অফিসার কর্তৃক তাদের মনোনয়পত্রে কিছু অসঙ্গতি দেখিয়ে বাতিল করেন। এরপর তারা নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে তা মঞ্জুর করে বৈধ প্রার্থী ঘোষণা করা করেছে।

প্রার্থিতা মঞ্জুর সিদ্ধান্ত তালিকায় স্বাক্ষর করেন- নির্বাচন কমিশন সচিবালয়ের আইন-২ শাখার সিনিয়র সহকারী সচিব আরিফুর রহমান।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ওই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এ সংক্রান্ত সমস্যা কাটিয়ে এখন বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত হবেন তারা।