বেশির ভাগ মুসলিম পরিবারই চায় না, তাদের মেয়েরা খেলা শিখুক। তারা মনে করে, মাঠে খেলাধুলা করা ছেলেদের কাজ। মেয়েরা তো শিখবে রান্নাবান্না।
আর সেই খেলা যদি হয় টেনিস, তাহলে তো কথাই নেই। কারণ স্বল্প পোশাকে এই খেলায় অংশ নিতে হয়। এমন অনেক কথা শুনতে হয়েছে, ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে।
টেনিস ডাবলসে এক সময়ের শীর্ষ তারকা সানিয়া সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে বিভিন্ন অঙ্গভঙ্গি করেছেন তিনি।
তিনি লিখেছেন, ‘একটা মেয়ে যখন খেলাকে পেশা হিসেবে বেছে নেয়, তখন তাকে নানা কথা শুনতে হয়। এই যেমন খেলাধুলা ছেলেদের কাজ। রোদের মধ্যে ছেলেরা খেলে, তুমি রান্না শেখো। রোদে গিয়ে কালো হলে তোমাকে কে বিয়ে করবে। বিয়ে হলে কী করবে? সন্তান হলে তো আর খেলতে পারবে না।
ভারতের হায়দরাবাদের অধিবাসী সানিয়া মির্জা ছয় বছর বয়স থেকে টেনিস খেলে আসছেন। এক সময় মেয়েদের ডাবলসে বিশ্বের এক নাম্বার খেলোয়াড় ছিলেন তিনি। ডাবলসে ছয়বার গ্র্যান্ড স্লাম জিতেছেন ভারতীয় এ টেনিস সুন্দরী।
২০১০ সালে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিককে বিয়ে করেন সানিয়া মির্জা। ২০১৮ সালে এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইহজান মালিক। এখনও খেলে যাচ্ছেন সানিয়া।
জাগো২৪.নেট, ক্রীড়া ডেস্ক 

























