আর মাত্র ৬ দিন পরই মাঠে গড়াবে প্রথমবারের মতো আয়োজিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথমবারের মতো আয়োজিত ঐতিহাসিক ফাইনালের আগে এ মুহূর্তে ইংল্যান্ডের মাটিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে লড়ছে নিউজিল্যান্ড।
বেশির ভাগ ক্রিকেট বোদ্ধাদের মতে, ভারতের বিপক্ষে ফাইনালে নামার আগে এই টেস্ট সিরিজ কিউইদের বাড়তি সুবিধা দেবে। যার সঙ্গে পুরোপুরি একমত ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। এই অফস্পিনারের মতে, এতে তাদের কাজটা স্বভাবতই আরও কঠিন হয়ে উঠবে।
বিসিসিআই টিভিতে প্রকাশিত এক ভিডিওতে এ প্রসঙ্গে চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্যাট কামিন্স (৭০) এবং স্টুয়ার্ট ব্রডের (৬৯) পর তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন (৬৭) বলেন, ‘আমি প্রত্যাশা করছি খুব সুপরিকল্পিত এবং একটি সুদৃঢ় মনোভাব নিয়ে নিউজিল্যান্ডের দল আমাদের বিপক্ষে খেলতে আসবে এবং স্পষ্টতই, ইংল্যান্ডে দুটি টেস্ট খেলে তারা অবশ্যই বাড়তি সুবিধা নিয়ে আসবে। ফলে আমাদের আরও দ্রুত মানিয়ে নিতে হবে।
তিনি আরও যোগ করেন- ‘এটি টেস্ট ক্রিকেট খেলার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ হতে চলেছে, এসব বছরে এটি (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল) কখনই হয়নি এবং কখনও নিরপেক্ষ স্থানে কোনো দল খেলেনি।
অন্যদিকে ফাইনালের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও থাকছে না ভারতের সামনে। ফলে নিজেদের মধ্যে ম্যাচ খেলেই যতটুকু সম্ভব নিজেদের ঝালিয়ে নিচ্ছে বিরাট কোহলির দল।
জাগো২৪.নেট, ক্রীড়া ডেস্ক : 

























