সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। মাঝে মধ্যে ঘটছে চুরি-ছিনতাইসহ নানা অপকর্মের ঘটনা। এরই মধ্যে সাদীপাড়া গ্রামের সাদা মিয়ার বাড়িতে অভিনব কাযদা চুরির ঘটনা ঘটে। এ বাড়ির সদস্যদের চেতনানাশক ওষুধ খাওয়াইয়ে, ২ লাখ ৭৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামান রানা (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার চালিতাদহ গ্রামে অভিযান চালিয়ে আসাদুজ্জামান রানাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রানা ওই গ্রামের আবুল বাশারের ছেলে।
এর আগে ১০ অক্টোবর চুরির ঘটনায় ১৪ অক্টোবর সাদা মিয়া বাদী হয়ে সাদুল্লাপুরে থানায় একটি মামলা দায়ের করেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সেরাজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই চুরির ঘটনায় জড়িত থাকার স্বীকার করেছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, দূর্গাপুজার প্রতিমা বিসর্জনে গতকাল সন্ধ্যায় বাড়ির সবাই পুজামণ্ডপে গেলে ধাপেরহাট পালানপাড়া গ্রামের কৃষ্ণসাহার ছেলে লিপন সাহার বাড়িতে দু:সাহসিক চুরি সংঘটিত হয়।
এসময় সংঘবদ্ধ চোরেরা সুযোগ বুঝে প্রাচীর টপকিয়ে বাড়ির ভেতর ঢুকে আলমারীর ড্রয়ার ভেঙে নগদ ১০ লাখ ২৬ হাজার টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। গত একমাসে এ ধরণের ১৫টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
আমিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























