সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। এই মুজিববর্ষে বর্তমান সরকার দেশের বেকার যুবকদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছেন। যাতে যুবকরা আত্মনির্ভর হিসেবে গড়ে ওঠে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হয়।
সোমবার সকাল ১০টায় ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় যুব দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
চিরিরবন্দর সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার এবং স্বাগত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ১১জন প্রশিক্ষিত যুবককে ৫ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও কম্পিউটার ও গবাদি পশু পালন সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও অনুদানের চেক প্রদান করা হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, তথ্য বিষয়ক কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, প্রশিক্ষণার্থী যুব উপস্থিত ছিলেন
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 






















