প্রাইম হাসপাতালের আয়া, ওয়ার্ডবয় ও গার্ডদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) প্রাইম হাসপাতালের উদ্যোগে ও শ্রীকলা সততা সংগঠনের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনায় সভায় সভাপতিত্ব করেন শ্রীকলা সততা সংগঠনের সভাপতি এস এম মামুন।
এসম উপস্থিত ছিলেন, প্রাইম হাসপাতালের পরিচালক শহিদুল ইসলাম, এমডি মোকারম হোসেন, ম্যানেজার সাব্বির, ডিএমএফ ডা. মো. আব্দুর রউফ, ল্যাব টেকনোলজিষ্ট আখি খাতুন প্রমূখ।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















