রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন

শিবপুরে মাদক-অসাজিক কার্যকালাপের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

হাজী জাহিদ, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নরসিংদী
  • প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়নের বাড়ৈ আলগী গ্রামের মৃত ননী বিশ্বাস এর মেয়ে শিখা রানী ( ২৮) বিরুদ্ধে মামলা হয়। নরসিংদী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালত শিবপুর সি,আর মামলা নং ৭২৪/২০২১ ইং। দঃবিঃ ৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারা পরে মামলাটি তদন্ত করে এজাহার ভুক্ত করার জন্য শিবপুর মডেল থানা কে দায়িত্ব দেন বিজ্ঞা আদালত। মামলাটি তদন্ত করে শিবপুর মডেল থানা। এজাহার ভুক্ত মামলা নং১৫ তাং ২৬/১০/২১ / C/S ২৪৩। ধারা ৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০। উল্লেখিত বিগত একি এলাকার স্বপন মিয়ার ৩ সন্তান কে প্রাইভেট পড়াতে দেন শিখা রানীর কাছে পরে বাড়িতে আসা যাওয়া মাধ্যমে স্বপন মিয়াকে বিয়ে করার জন্য আত্ম হত্যার হুমকী দিয়ে জোরপূর্বক হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করে ১৯/০৬/ ২০১১ সালে বিয়ে করেন। তখন শিখা রানী এস,এসসি পাস স্বামীর সংসারে এইচ এস,সি ও ডিগ্রী পাস করে। সংসার জীবনে তাদের ৯ বছরের ১ ছেলে সন্তান রয়েছে এবং ১ মেয়ে সন্তান মারা যায়। ৭ বছর সংসার জীবন ভাল চলে আসছে। পরে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এ চাকরী হলে শিখা রানী বিশ্বাস চলে যায় অন্ধকার জগতে মাদক বিক্রি ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এবং তার স্বামীকে তার মাদক বয়বসায় সহযোগিতা করতে বলে। স্বামী বাধা দিলে বাড়ি থেকে ৯০ হাজার টাকা স্বর্ণলংকার স্বামী শিবপুর প্রাইম ব্যাংকে ৫ বছরের জমানো ডিপি এস এর প্রায় ৫ লক্ষ টাকা এবং ৯ বছরে ছেলে নিয়ে পালিয়ে যায়। পরে খোজাখুজি করে না পেয়ে শিবপুর মডেল থানায় সাধারন ডায়েরী করেন তার স্বামী জিডিনং২৫০ তাং ০৬ ১০/ ২০২০ ইং ৮ দিন পর নারায়নগঞ্জ থেকে শিখা রানীর চাচা বাসুর সহযোগিতা ১ বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এবং স্বামীর বাড়িতে দিয়ে যান। আবার চাকুরী পাশাপাশি মাদক বয়বসায় অসামাজিক কার্যকলাপ পরকীয়া জরিত হয়। তার স্বামী বাধা দিলে তালাক চায় এবং স্বামী কে শিখা রানী বিশ্বাস ভাড়াটিয়া লোক দিয়ে খুন করার চেষ্টা করে। পরে স্থানীয় ভাবে ইউপি সদস্য কে নিয়ে বসে সি তালাকে মাধ্যমে লেনাদেনা বুঝিয়ে নিয়ে ৯ বছরের সন্তান কে স্বামীর বাড়িতে ফেলে ঘরে আসবাবপত্র নিয়ে চলে যায়। নরসিংদীর কোন ভাড়া বাড়িতে থাকে কখনো হিন্দু কখনো মুসলিম পরিচয়ে। গত ০৬/০৯/ ২০২১ সোমবার বিকালে তালাক প্রাপ্ত স্বামীর বাড়িতে ঢোকে রেখে যাওয়া ৯ বছরের সন্তান কে মারপিট করলে তার বাবা এগিয়ে আসলে লোহার রট দিয়ে হত্যার উদ্দেশ্য মাথা আঘাত করলে হাত লেগে হাত ভেঙে যায়। বাড়ি লোকজনে সহযোগিতা শিখা রানী পালিয়ে গিয়ে তার তালাক প্রাপ্ত স্বামীর বিরুদ্ধে দালালদের সহযোগিতায় আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। পরে তালাক প্রাপ্ত স্বামী হাসপাতালে চিকিৎসা নিয়ে শিখা রানীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন