গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার বাসিন্দা আলমগীর হোসেন। জমি নিয়ে ভাগী-শরীক গোলজার রহমানের সঙ্গে বিরোধ চলছিল। এই জেরে তার বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভেঙে লণ্ডভণ্ড করা হয়। একই সঙ্গে ভাঙা ঘরের বেড়া-চালা ও আসবাপত্র ভাসিয়ে দেয়া হয় ডোবার পানিতে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগি আলমগীর হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আলমগীর হোসেন গংদের সঙ্গে ভাগী-শরীক মৃত হোসেন আলীর ছেলে গোলজার রহমান গংদের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এ জেরে শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলের দিকে গোলজার রহমান তার লোকজন নিয়ে আলমগীর হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় দুইটি টিনের ঘর ও আসবাবপত্র ভাঙচুর করে। বাঁধা দিলে তারা নারীসহ বাড়ির লোকজনকে মারপিট করে শ্লীলতাহানী ঘটায়। মারপিটে আলমগীর ও তার স্ত্রী, বোন আহত হয়।
এ ঘটনায় রাতেই আলমগীর হোসেন থানায় লিখিত অভিযোগ দিলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং রোববার সকালে ভাঙচুরকৃত ঘরের চাল, বেড়া, আসবাবপত্র, কাপড়-চোপড় ডোবার পানিতে ফেলে দিয়ে বাড়ি-ঘর নিশ্চিহ্ন করে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত গোলজার রহমান জানান, বিরোধীয় জমি এবং তার উপর নির্মিত ঘর আমাদের। ঘর দুইটি ভেঙে পুকুরের পানিতে ফেলে দিয়েছি।
শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজাহারুল ইসলাম জানান, একটি পক্ষ আমাকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে। সংশ্লিষ্ট ইউপি সদস্যকে খোঁজ-খবর নিয়ে আমাকে জানাতে বলেছি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জাগো২৪.নেট-কে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 

























