শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সামরিক খাতে নতুন পরিকল্পনা চীনের

সামরিক খাতে ৭ শতাংশ ব্যয় বৃদ্ধির ঘোষণা করল চীন।  শনিবার (৫ মার্চ) জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে বাজেট পেশের সময় এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং।

প্রধানমন্ত্রী জানান, ২০২২ সালে সামরিক খাতে ২৩ হাজার কোটি ডলার খরচ করা হবে। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ প্রায় ২১ লাখ কোটি টাকা।

এছাড়াও অন্য খাতেও বাজেটের হার বাড়ানো হয়েছে। যার চলতি বছর বাজেটের আকার বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।

২০২১ সালে প্রথমবার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা দিয়েছিল চীন। এবার তা আরও ৭ দশমিক ১ শতাংশ বাড়ানো হয়েছে। ২০১৯ সালে দেশটি প্রতিরক্ষা বাজেট ৭ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছিল। এরপর এবারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

এদিকে, চীন সরকারের সামরিক খাতে ব্যয় বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেছে। ২০২২-এ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ শতাংশ ধার্য করা হয়েছে। গত এক দশকের মধ্যে যা সর্বনিম্ন। সুত্রঃ সিটি নিউজ ঢাকা

জনপ্রিয়

সামরিক খাতে নতুন পরিকল্পনা চীনের

প্রকাশের সময়: ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২

সামরিক খাতে ৭ শতাংশ ব্যয় বৃদ্ধির ঘোষণা করল চীন।  শনিবার (৫ মার্চ) জাতীয় আইনসভার বার্ষিক অধিবেশনে বাজেট পেশের সময় এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং।

প্রধানমন্ত্রী জানান, ২০২২ সালে সামরিক খাতে ২৩ হাজার কোটি ডলার খরচ করা হবে। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ প্রায় ২১ লাখ কোটি টাকা।

এছাড়াও অন্য খাতেও বাজেটের হার বাড়ানো হয়েছে। যার চলতি বছর বাজেটের আকার বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।

২০২১ সালে প্রথমবার ২০ হাজার কোটি ডলারের বেশি সামরিক খাতে খরচের ঘোষণা দিয়েছিল চীন। এবার তা আরও ৭ দশমিক ১ শতাংশ বাড়ানো হয়েছে। ২০১৯ সালে দেশটি প্রতিরক্ষা বাজেট ৭ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছিল। এরপর এবারই বৃদ্ধির হার সর্বোচ্চ।

এদিকে, চীন সরকারের সামরিক খাতে ব্যয় বৃদ্ধির হার জিডিপি বৃদ্ধির হারের লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে গেছে। ২০২২-এ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ শতাংশ ধার্য করা হয়েছে। গত এক দশকের মধ্যে যা সর্বনিম্ন। সুত্রঃ সিটি নিউজ ঢাকা