শুক্রবার (২২ এপ্রিল) জার্মানির উন্নয়ন মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে অগসবার্গার অলগেমেইন সংবাদপত্র। প্রায় ২২.৫ মিলিয়ন ইউরো ইউক্রেনের পাওয়ার গ্রিড পুনর্গঠনে যাবে। আর বাকি ১৪.৪ মিলিয়ন ইউরো খরচ হবে রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্গঠন ও চিকিৎসা সরঞ্জামের জন্য।
উন্নয়নমন্ত্রী সোভেনজা শুলজের বরাত দিয়ে অগসবার্গার অলগেমেইন জানিয়েছে, ‘আমার মন্ত্রণালয় একটি জরুরি কর্মসূচির মাধ্যমে ইউক্রেনের জন্য তহবিল পুনঃবরাদ্দ করেছে। সুত্রঃ সিটি নিউজ ঢাকা
আন্তর্জাতিক ডেস্ক, জাগো২৪.নেট 

























