শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

লং ড্রাইভে শ্রীলেখার সঙ্গী কে?

বিনোদন ডেস্ক, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্র বরাবরই রাখঢাকহীন। কখনও সাহসী ফটোশুটের ছবি শেয়ার করেন, তো কখনও দেশদুনিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। মনের কথা মন খুলে বলেন তিনি, বিতর্কেও জড়ান। তবে সেই নিয়ে কোন মাথা ব্যথা নেই তার।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ফুরফুরে মেজাজে চলন্ত গাড়ির মধ্যে ড্রাইভারের পাশের সিটে বসে রয়েছেন শ্রীলেখা। গাড়িতে বাজছে উত্তম-সুচিত্রার আইকনিক গান ‘এই পথ যদি না শেষ হয়’। সেলফি মুডেই ভিডিওটি তুলছিলেন শ্রীলেখা, ক্যামেরা একটু ঘুরতেই দেখা গেল ড্রাইভিং সিটে বসে রয়েছেন এক হ্যান্ডসাম যুবক।

শ্রীলেখা ভিডিওটি শেয়ারের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কে এই হ্যান্ডসাম? এমনটাই প্রশ্ন সকলের মুখে মুখে।

এই সুদর্শন পুরুষের নাম ত্র্যম্বক রায় চৌধুরী। পেশায় মডেল-অভিনেতা। শ্রীলেখার জিম পার্টনার তিনি। এর আগেও বেশ কয়েকবার শ্রীলেখার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেখা মিলেছে তার। সুত্রঃ বার্তা২৪.কম

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন