রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ১৫ মিনিট উর্বশীর পারিশ্রমিক ৪ কোটি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়: ০৮:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
  • ১৬

দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে নতুন বছর উপলক্ষে আয়োজিত এক পার্টিতে পারফর্ম করেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। পালাজ্জো ভারসেস দুবাই হোটেলে ৩১ ডিসেম্বর রাতে সেই পার্টিতে মাত্র ১৫ মিনিট ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এই অল্প সময়ের জন্য উর্বশী পারিশ্রমিক নিয়েছেন চার কোটি রুপি।

সম্প্রতি মিশরীয় অভিনেতা মোহামেদ রামাদান এর সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উর্বশী। তিনি লিখেছেন, মিশরীয় সুপারস্টারের সঙ্গে আমার পরবর্তী আন্তর্জাতিক প্রজেক্টের শুটিং। এই ছবি শেয়ারের বিপরীতে রামাদান বলেছেন, উর্বশী বলিউডের খুব জনপ্রিয় অভিনেত্রী। খুব শিঘ্রই তাকে হলিউড প্রজেক্টে দেখা যাবে। বলিউডে আমি শাহরুখ খানের পর উর্বশীকেই চিনি।

উর্বশী রাউটেলা ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। অনেক তরুণ অভিনেত্রীর কাছে তিনি অনুসরণীয়। তার সিনেমা এবং অ্যালবাম বেশ জনপ্রিয়তা পাচ্ছে। শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অব দ্য ভেনিস অবলম্বনে মোহন ভারদ্বাজ এর ব্ল্যাক রোজ সিনেমার জন্য কাজ করছেন। এটি তার প্রথম দোভাষী সিনেমা হতে যাচ্ছে।
সূত্র : ডিএনএইন্ডিয়া

জনপ্রিয়

মাত্র ১৫ মিনিট উর্বশীর পারিশ্রমিক ৪ কোটি

প্রকাশের সময়: ০৮:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে নতুন বছর উপলক্ষে আয়োজিত এক পার্টিতে পারফর্ম করেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। পালাজ্জো ভারসেস দুবাই হোটেলে ৩১ ডিসেম্বর রাতে সেই পার্টিতে মাত্র ১৫ মিনিট ছিলেন এই অভিনেত্রী। কিন্তু এই অল্প সময়ের জন্য উর্বশী পারিশ্রমিক নিয়েছেন চার কোটি রুপি।

সম্প্রতি মিশরীয় অভিনেতা মোহামেদ রামাদান এর সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উর্বশী। তিনি লিখেছেন, মিশরীয় সুপারস্টারের সঙ্গে আমার পরবর্তী আন্তর্জাতিক প্রজেক্টের শুটিং। এই ছবি শেয়ারের বিপরীতে রামাদান বলেছেন, উর্বশী বলিউডের খুব জনপ্রিয় অভিনেত্রী। খুব শিঘ্রই তাকে হলিউড প্রজেক্টে দেখা যাবে। বলিউডে আমি শাহরুখ খানের পর উর্বশীকেই চিনি।

উর্বশী রাউটেলা ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। অনেক তরুণ অভিনেত্রীর কাছে তিনি অনুসরণীয়। তার সিনেমা এবং অ্যালবাম বেশ জনপ্রিয়তা পাচ্ছে। শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অব দ্য ভেনিস অবলম্বনে মোহন ভারদ্বাজ এর ব্ল্যাক রোজ সিনেমার জন্য কাজ করছেন। এটি তার প্রথম দোভাষী সিনেমা হতে যাচ্ছে।
সূত্র : ডিএনএইন্ডিয়া