জ্যাকুলিনের পর এবার পুলিশের জেরার মুখে নোরা ফাতেহি। শুক্রবার দিল্লি পুলিশের ইকোনমিক উইংস তাকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
মূলত, দুই শ কোটি রুপি পাচারের মামলার প্রধান আসামী সুকেশ চন্দ্রশেখর। তার কাছ থেকে বিভিন্ন সময়ে দামি উপহার নিয়ে ফেঁসেছেন জ্যাকুলিন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নোরাও মূল্যবান উপহার নিয়েছেন।
দিল্লি পুলিশের ইকোনমিক উইংসের পক্ষে দায়ের এফআইআরের ভিত্তিতে এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)। পাশাপাশি নিজেদের তদন্ত বহাল রেখেছে দিল্লি পুলিশের ইকোনমিক উইংস।
জানা যায়, অভিযুক্ত সুকেশের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে ইডি এবং দিল্লি পুলিশের ইকোনমিক উইংস।
নোরা ফতেহি জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন, তাকে একটি স্বেচ্ছাসেবীমূলক অনুষ্ঠানের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছিল। পরিবর্তে একটি গুচির ব্যাগ, আইফোন উপহার দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখরের স্ত্রী লীনা পল। এখানেই শেষ নয়, নোরা জানিয়েছেন, তিনি ও চন্দ্রশেখর তাকে একটি বিএমডাব্লিউ গাড়ি উপহার হিসেবে দেবেন। সুত্রঃ ঢাকামেইল
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট