সিরিয়ার রাজধানী দামেস্কের বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ার অন্তত ৫ সেনা নিহত হয়েছেন। বড় ক্ষতি হয়েছে বিমানবন্দরের। শনিবার এই তথ্য প্রকাশ করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সিরিয়া প্রশাসনকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, দামাস্কাস বিমানবন্দরের পাশাপাশি সিরিয়ার আরও বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। তবে সিরীয় সেনাবাহিনীর মিসাইল ডিফেন্স সিস্টেমের পালটা হামলায় অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে।
কী কারণে এমন হামলা চালানো হয়েছে সে বিষয়ে ইসরায়েলের এক কর্মকর্তার অভিযোগ, দামেস্ক বিমানবন্দরের মাধ্যমে সিরিয়া ও লেবাননকে হাতিয়ার দিচ্ছে ইরান। হিজবুল্লাকেও অস্ত্র পাঠাচ্ছে তেহরান। সেই জোগান বন্ধ করতেই বিমানবন্দর ও অস্ত্রের গুদামে হামলা চালানো হয়েছে।
লেবাননের শক্তিশালী রাজনৈতিক দল হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগ পুরনো। আবার হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে সবসময় সরব। অবরুদ্ধ গাজার শাসক দল হামাসকে হিজবুল্লাহ অস্ত্র দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে ইসরায়েলের। সুত্রঃ ঢাকামেইল
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট