তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে ব্যাপক তৎপড়তা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল।
জানা যায়, গত ১ অক্টোবর থেকে উপজেলার ১০৬টি পূজা মন্ডপে ৪৭৬ জন আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এসব মন্ডপে সকল ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা তদারিক অব্যাহত রাখছেন নুরন্নবী মন্ডল। এই নিরলস ভূমিকা পালনে বাঙালি হিন্দু নারী-পুরুষদের মাঝে ইতোমধ্যে প্রশংসায় ভাসছেন তিনি।
শুধু তায় নয়, এর আগে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও নুরন্নবী মন্ডলের রয়েছে গুরুত্বপূর্ন ভূমিকা। এছাড়াও রাষ্ট্রীয় যে কোন বিষয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে সর্বাত্নকভাবে দায়িত্ব পালন করে চলেছেন তিনি।
মহিষবান্দি কালী মন্দির সার্বজনিন দুর্গাপূজা মন্ডপের সাধারণ সম্পাদক শুকুমার চন্দ্র বলেন, আমাদের এখানে ৮ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। তাদের সঠিক দায়িত্ব পালনে খোঁজখবর রাখছেন নুরন্নবী মন্ডল।
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল জানান, চলমান দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বী মানুষেরা যাতে করে উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারে, সেবিষয়ে কঠোর নজরদারি রেখে প্রত্যেক মন্ডপে আনসারদের দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে।
সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন বলেন, আমাদের দপ্তরের প্রশিক্ষক নুরন্নবী মন্ডলের কর্মযজ্ঞতা অনেকটাই সন্তোষজনক। আমাদের সদস্যদের নিয়ে প্রতিটি নির্দশনা যাথাযথভাবে পালন করে চলেছেন তিনি।
তোফায়েল হোসেন জাকির 



















