বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিপূর্ন দুর্গোৎসবে ৪৭৬ আনসারের নেতৃত্বে নুরন্নবী

তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে ব্যাপক তৎপড়তা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল।

জানা যায়, গত ১ অক্টোবর থেকে উপজেলার ১০৬টি পূজা মন্ডপে ৪৭৬ জন আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এসব মন্ডপে সকল ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা তদারিক অব্যাহত রাখছেন নুরন্নবী মন্ডল। এই নিরলস ভূমিকা পালনে বাঙালি হিন্দু নারী-পুরুষদের মাঝে ইতোমধ্যে প্রশংসায় ভাসছেন তিনি।

শুধু তায় নয়, এর আগে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও নুরন্নবী মন্ডলের রয়েছে গুরুত্বপূর্ন ভূমিকা। এছাড়াও রাষ্ট্রীয় যে কোন বিষয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে সর্বাত্নকভাবে দায়িত্ব পালন করে চলেছেন তিনি।

মহিষবান্দি কালী মন্দির সার্বজনিন দুর্গাপূজা মন্ডপের সাধারণ সম্পাদক শুকুমার চন্দ্র বলেন, আমাদের এখানে ৮ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। তাদের সঠিক দায়িত্ব পালনে খোঁজখবর রাখছেন নুরন্নবী মন্ডল।

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল জানান, চলমান দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বী মানুষেরা যাতে করে উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারে, সেবিষয়ে কঠোর নজরদারি রেখে প্রত্যেক মন্ডপে আনসারদের দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে।

সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন বলেন, আমাদের দপ্তরের প্রশিক্ষক নুরন্নবী মন্ডলের কর্মযজ্ঞতা অনেকটাই সন্তোষজনক। আমাদের সদস্যদের নিয়ে প্রতিটি নির্দশনা যাথাযথভাবে পালন করে চলেছেন তিনি।

জনপ্রিয়

শান্তিপূর্ন দুর্গোৎসবে ৪৭৬ আনসারের নেতৃত্বে নুরন্নবী

প্রকাশের সময়: ০৩:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে ব্যাপক তৎপড়তা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল।

জানা যায়, গত ১ অক্টোবর থেকে উপজেলার ১০৬টি পূজা মন্ডপে ৪৭৬ জন আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এসব মন্ডপে সকল ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা তদারিক অব্যাহত রাখছেন নুরন্নবী মন্ডল। এই নিরলস ভূমিকা পালনে বাঙালি হিন্দু নারী-পুরুষদের মাঝে ইতোমধ্যে প্রশংসায় ভাসছেন তিনি।

শুধু তায় নয়, এর আগে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও নুরন্নবী মন্ডলের রয়েছে গুরুত্বপূর্ন ভূমিকা। এছাড়াও রাষ্ট্রীয় যে কোন বিষয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে সর্বাত্নকভাবে দায়িত্ব পালন করে চলেছেন তিনি।

মহিষবান্দি কালী মন্দির সার্বজনিন দুর্গাপূজা মন্ডপের সাধারণ সম্পাদক শুকুমার চন্দ্র বলেন, আমাদের এখানে ৮ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। তাদের সঠিক দায়িত্ব পালনে খোঁজখবর রাখছেন নুরন্নবী মন্ডল।

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. নুরন্নবী মন্ডল জানান, চলমান দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বী মানুষেরা যাতে করে উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারে, সেবিষয়ে কঠোর নজরদারি রেখে প্রত্যেক মন্ডপে আনসারদের দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে।

সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন বলেন, আমাদের দপ্তরের প্রশিক্ষক নুরন্নবী মন্ডলের কর্মযজ্ঞতা অনেকটাই সন্তোষজনক। আমাদের সদস্যদের নিয়ে প্রতিটি নির্দশনা যাথাযথভাবে পালন করে চলেছেন তিনি।