মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন

হিমালয়ে তুষারধসে ১০ পর্বতারোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

হিমালয়ের ভারতীয় অংশে প্রশিক্ষণের সময় তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আটজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। তাদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

মঙ্গলবার উত্তর ভারতের হিমালয়ে বরফধসে এসব প্রশিক্ষণার্থী পর্বতারোহী নিহত হন। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকালে গাড়ওয়াল হিমালয়ের গঙ্গোত্রী রেঞ্জের একটি পর্বতশৃঙ্গে ২৯ জনের একটি দল তুষার ধসের কবলে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারীরা বেঁচে যাওয়া আটজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।

নিখোঁজরা সবাই একটি পর্বতারোহণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিচ্ছিলেন বলে জানান অশোক কুমার।

উত্তরাখণ্ড রাজ্যের শীর্ষ নির্বাচিত আধিকারিক পুস্কর সিং ধামি বলেছেন, উদ্ধার কাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী। এছাড়া নিখোঁজদের সন্ধানে ভারতীয় বিমানবাহিনী দুটি হেলিকপ্টার মোতায়েন করেছে।

ইন্টারন্যাশনাল ক্লাইম্বিং অ্যান্ড মাউন্টেনিয়ারিং ফেডারেশনের আধিকারিক এবং ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন কর্মকর্তা অমিত চৌধুরী বলেছেন, ‘ভারতীয় পর্বতারোহণের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটেছে যে এত বড় প্রশিক্ষণার্থী পর্বতারোহী একটি তুষারধসে নিহত হয়েছেন। সুত্রঃ ঢাকা মেইল

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন