শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ গভীরভাবে ক্ষুব্ধ-ব্যতীত ও মর্মাহত : রিপন

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন বন্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়ে নৌকার প্রার্থী ও সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জনগণ গভীরভাবে ক্ষুব্ধ-ব্যতীত ও মর্মাহত। আমরা বৃহত্তর সার্থে জনগণকে শান্ত করেছি।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে সাঘাটা উপজলার বোনারপাড়াস্থ আওয়ামীলীগ পার্টি অফিসে এক সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।

মাহামুদ হাসান রিপন বলেন, আজ ১২ অক্টোবর সকাল ৮ টা থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছিলেন। এসময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন সংঘর্ষ-সংঘাত হয়নি। অথচ কোন বাস্তবসম্মত যুক্তি ছাড়াই নির্বাচন কমিশন বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে। যা সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারপরও আমরা এই নির্বাচন কমিশনের এক তরফা সিদ্ধান্ত মেনে চলি।

তিনি আরও বলেন, অজ্ঞাত কারণে দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশনার পুরো নির্বাচন স্থগিত করে। যা সাধারণ ভোটার ও এলাকাবাসীকে ক্ষুব্ধ করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যে সকল কেন্দ্রে সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, অবিলম্বে সেইসব কেন্দ্রের ফলাফল ঘোষণাসহ আর যেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে সেগুলোতে পূণ:রায় ভোটগ্রহণের আহবান জানাচ্ছি।

এই সম্মেলেন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। যার ফলে সংসদীয় এই আসনে আজ ১২ অক্টোবর ভোটগ্রহণ শুরু হয়েছিল। এরই মধ্যে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

জনপ্রিয়

জনগণ গভীরভাবে ক্ষুব্ধ-ব্যতীত ও মর্মাহত : রিপন

প্রকাশের সময়: ০৮:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন বন্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়ে নৌকার প্রার্থী ও সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জনগণ গভীরভাবে ক্ষুব্ধ-ব্যতীত ও মর্মাহত। আমরা বৃহত্তর সার্থে জনগণকে শান্ত করেছি।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে সাঘাটা উপজলার বোনারপাড়াস্থ আওয়ামীলীগ পার্টি অফিসে এক সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।

মাহামুদ হাসান রিপন বলেন, আজ ১২ অক্টোবর সকাল ৮ টা থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছিলেন। এসময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন সংঘর্ষ-সংঘাত হয়নি। অথচ কোন বাস্তবসম্মত যুক্তি ছাড়াই নির্বাচন কমিশন বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে। যা সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারপরও আমরা এই নির্বাচন কমিশনের এক তরফা সিদ্ধান্ত মেনে চলি।

তিনি আরও বলেন, অজ্ঞাত কারণে দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশনার পুরো নির্বাচন স্থগিত করে। যা সাধারণ ভোটার ও এলাকাবাসীকে ক্ষুব্ধ করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যে সকল কেন্দ্রে সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, অবিলম্বে সেইসব কেন্দ্রের ফলাফল ঘোষণাসহ আর যেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে সেগুলোতে পূণ:রায় ভোটগ্রহণের আহবান জানাচ্ছি।

এই সম্মেলেন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। যার ফলে সংসদীয় এই আসনে আজ ১২ অক্টোবর ভোটগ্রহণ শুরু হয়েছিল। এরই মধ্যে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।