মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ইয়াবা-ফেনসিডিলসহ কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ দুই কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার চক রহিমাপুর মন্ডলপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৪৫) ও পৌর শহরের ঝিলপাড়া এলাকার জাকারিয়া আলম সরকার (৪০)।

এ তথ্য নিশ্চিত করেছেন হয় গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক মামুনুর রশিদ।

মামুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় জাহিদুল ইসলামের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জাকারিয়া আলমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে ইয়াবা-ফেনসিডিলসহ কারবারি আটক

প্রকাশের সময়: ০৮:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ দুই কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার চক রহিমাপুর মন্ডলপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৪৫) ও পৌর শহরের ঝিলপাড়া এলাকার জাকারিয়া আলম সরকার (৪০)।

এ তথ্য নিশ্চিত করেছেন হয় গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক মামুনুর রশিদ।

মামুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় জাহিদুল ইসলামের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং জাকারিয়া আলমের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।