গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামের এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর (কারিপাড়া) গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্বজনরা জানায়, সাইফুল ইসলাম ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই মধ্যে মানসিক সমস্যায় ভুগছিনে। হঠাৎ মঙ্গলবার রাতে নিখোঁজ হলে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে বাঁশঝাড়ে তার গলায় রশি পেঁচানো ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ দেখা যায়।
মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৈৗহিদুল ইসলাম মণ্ডল এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাইফুল ইসলাম বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যা ভুগছিলেন। আজ তার ঝুলন্ত মরহেদ উদ্ধার করেছে পুলিশ।
পলাশবাড়ী থানার পুলিশ পরির্দশক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















