গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় উৎপাদন ও বিক্রির দায়ে জেসমিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিএসটিআইয়ের উদ্যোগে ও উপজেলার প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআই হতে মান যাচাই না করে ও নকল মোড়কে ব্রেড, বিস্কুট উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে জেসমিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের দেলোয়ার হোসেন ও আলমাস মিয়া।
ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান নয়ন। তিনি বলেন, জনস্বার্থে এমন অভিযোন চলমান থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















