দিনাজপুরের খানসামা উপজেলার হাজীপাড়া উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী উর্ত্তীণ হতে পারেনি। বিদ্যালয়টি উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামে অবস্থিত। এ বিদ্যালয়টি দিনাজপুুর জেলার মধ্যে একমাত্র শুন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান।
জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষার ফলাফলে জানা যায় এ বিদ্যালয় থেকে কোন পরীক্ষার্থীই পাস করেনি। বিগত ১৯৯৪ সালে হাজীপাড়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে ৭ জন শিক্ষক ও ২ জন অফিস সহকারী রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফল সন্তোষজনক হয়েছিল। এবারই প্রথম এসএসসি পরীক্ষার ফলাফল শুন্য হয়েছে। হাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ চন্দ্র রায় বলেন, আমাদের বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল বরাবরই ভালো হয়। কিন্তু এবার এসএসসি পরীক্ষার ব্যাচটি ছিল দুর্বল ও অনিয়মিত। তারপর করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করেনি। এরপরও আমরা ভালো করার অনেক চেষ্টা করেছি। শেষ পর্যন্ত বদনামের তকমা মাথায় নিতে হলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম মঞ্জুরুল হক জানান, এ বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতার অভাবে শিক্ষার্থীদের ভালোভাবে ক্লাস না নেয়ার কারণে এরকম ফলাফল হতে পারে। এ নিয়ে তদন্ত করে শিক্ষাবোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















