বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

সাদুল্লাপুরে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নতুন বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত  শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত।

রোববার (১ জানুয়ারি) সকালে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল  উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলে-স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়টির বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফী, বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি শাহ মো. ফজলুল হক রানা, প্রধান শিক্ষক এনশাদ আলী প্রমুখ।

শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই, তা নিয়েই উল্লসিত কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বই নিতে সকাল থেকেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা হাজির হয় নিজ নিজ বিদ্যালয়ে। উদ্দেশ্য নতুন বই পাওয়া। এরপর হাতে-হাতে বই পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন