শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন

চিরিরবন্দরে মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর)
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

দক্ষিণ এশিয়া মহাদেশের প্রথম রঙ্গিন ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রজতজয়ন্তী উপলক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। রজতজয়ন্তী উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১০টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে চিরিরবন্দর প্রতিনিধি মো. রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় একটি র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক করতোয়া ও মোহনা টিভির প্রতিনিধি মোরশেদ উল আলমের সভাপতিত্বে চিরিরবন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আমবাড়ি ডিগ্রি কলেজের সিনিয়র অধ্যাপক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. আফছার আলী খান, দৈনিক যায়য়ায়দিনের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, পাঠকজমিনের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সুধীজন, অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন