দেশের ২২তম নবনির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরুজ্জামান বিশ্বাস।
গতকাল নবনির্বাচিত রাষ্ট্রপতির ঢাকাস্থ বাসভবনে অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় দলনেতা জননেত্রী শেখ হাসিনা একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন।
বৃহত্তর পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু একজন বিচারক হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন বহুমাত্রিক প্রভিভার অধিকারী সজ্জন এবং মুজিবাদর্শে বিশ্বাসী মানুষ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াতে আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ ও পাবনাবাসী আনন্দে উদ্বেলিত।
একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি অতীতের ন্যায় কৃতিত্বের স্বাক্ষর রাখবেন বলে আমাদের প্রত্যাশা। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 





















