বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামীলীগ সুষ্ঠু নির্বাচনের নামে ভোট চুরি করে ক্ষমতায় আসে। আওয়ামীলীগ ভোট চোর, তারা দিনের ভোট রাতে করে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ কোথাও কোন আসন পাবে না। আজকে বিএনপির প্রত্যেক নেতাকর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাদেরকে হয়রানী করা হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় আওয়ামীলীগ আন্দোলনের নামে দীর্ঘদিন হরতাল করেছিল। গাইবান্ধায় আশির দশকে বিএনপির যে জোয়ার ছিল আজকের পদযাত্রায় পুনরায় সেই জোয়ার ভেসে উঠেছে।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবি ও তত্ত্বাবধায়ক সকরারের দাবি এবং গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২৫ ফেব্রুয়ারি) গাইবান্ধায় জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ওয়ান ইলেভেনের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও মামলা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর তিনি তাঁর মামলা তুলে নিলেন। অথচ বেগম খালেদা জিয়াকে সেই মামলায় দীর্ঘদিন কারোভোগ করতে হয়েছে। শুধু তাই নয়, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে মুক্তি না দেয়ায় দেশেই চিকিৎসা নিতে হচ্ছে। তাকে বিদেশে চিকিৎসার কোন সুযোগ দেয়া হয়নি।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু, ফারুক আলম সরকার, জেলা কৃষক দলের মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক ভুটটু, ছাত্রদল জেলা খন্দকার জাকারিয়া জিম প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট