জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী দেশে কোন মানুষকে পিছিয়ে রেখে সরকার উন্নয়ন করবে না। সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন বর্তমান সরকার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপুর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় গাইবান্ধার বালুয়া বাজার এলসিএস সদস্যদের মাঝে কাজের লভ্যাংশ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, প্রভাতী প্রকল্পের মনিটরিং কর্মকর্তা একেএস নুরুজ্জামান মাসুম প্রমুখ।
স্থানীয় সালাম বাজার থেকে বালাআটা রাস্তার রক্ষনাবেক্ষণ কাজে নিয়োজিত এলসিএস প্রকল্পের ৬০ সদস্যদের মাঝে তাদের সঞ্চিত ৩ লাখ টাকা বিতরণ করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 























