মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন

নারী উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব না

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, নারী উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব না। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। নারীদের মত প্রকাশ, সামর্থ উন্নীতকরণসহ অর্থনৈতিক প্রাপ্তি বৃদ্ধিকরণ করছে সরকার।

শনিবার (৪ মার্চ) সকাল ১১ টা গাইবান্ধা  যুব নারী উন্নয়ন সংস্থার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ গিনি বলেন, দেশের সংবিধানে শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির কথা বলেনি। বলিষ্ঠভাবে নারী-পুরুষের সমতাও সমুন্নত করেছে। আর দেশের সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ-কষ্ট ঘোচানোর জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন।

স্থানীয় ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুলফিকার রহমান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার, সংস্থাটির সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম, মোরশেদা বেগম, ছকু মিয়া, মনির হোসেন প্রমুখ।

গাইবান্ধা  যুব নারী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম বলেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের আত্নসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই সংস্থার যাত্রা শুরু করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন