বাংলাদেশের উন্নয়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে হলে আমাকে নৌকা মার্কায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
সোমবার (২৭ মার্চ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পিয়ারাপুর রোড-ওয়াপদা বাঁধ সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ গিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশ এখন উন্নয়নের রোল মডেল। শিক্ষা-স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নসহ দেশের প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা আগামীতেও অব্যাহত থাকবে। তাই জাতীয় নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিলন কুমার দেব প্রমুখ। এসময় সঞ্চলনা করেন বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোকলেছুর রহমান।
গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প -২ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে বোয়ালি ইউনিয়নের পিয়ারাপুর রোড-ওয়াপদা বাঁধ সড়কের ৩০০ থেকে ২৪০০ মিটার চেইনেজ পাকা রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধন হয়। গাইবান্ধা শহরের ভি-এইড রোডের খাদেমুল ইসলাম জুয়েল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সহযোগীতায় দৈর্ঘ্য ২১০০ মিটার ও প্রস্থ ১০ ফিট রাস্তার প্রাথমিক ১ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ১৫৭ টাকা চুক্তি মূল্যে রাস্তাটি নির্মান হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে কাজ সমাপ্ত হবে।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট