অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রথানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোন ষড়যন্ত্র সফল হবে না। তিনি বিশ্বনেত্রী এবং উন্নয়নের রোল মডেল। তাঁর নেতৃত্বে দূর্বার গতিতে দেশ এগিয়ে চলছে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের ইছামতি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন-শেখ হাসিনা ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারের জন্য রাজনীতি করেন। সোনার বাংলা গঠনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। সোনার বাংলা প্রতিষ্ঠা হচ্ছে। বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুজিত রায় নন্দি বলেন-আওয়ামী লীগের বিরুদ্ধে ও বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে কোন অশুভ শক্তির ষড়যন্ত্র সফল হবে না। এছাড়াও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলতাফুজ্জামান মিতা, যুগ্ন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ আলী সরকার, খানসামা উপজেলা চেয়ারম্যান ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও বন পরিবেশ সম্পাদক এডভোকেট শামসুর রহমান পারভেজ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল্লাহ জেমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন সরকার গোলাপ, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নুর এ কামাল, উপজেলা মহিলা লীগের সভাপতি তরুবালা রায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন, নিখিল রঞ্জন রায়, মোকলেছুর রহমান, সোহানুর রহমান সোহাগ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 





















