গাইবান্ধার গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে ৫ সাংবাদিকের উপর অতর্কিত হামলায় ৫ সাংবাদিক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার শোলাগাড়ী ইদগাঁহ মাঠ আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।আহত সাংবাদিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন – মশিউর রহমান বাবু (মাইটিভি), শাহিন আলম ( দৈনিক সকলের সময় ও খোলা কাগজ) ফরহাদ হোসেন ফিটুল (দৈনিক নবরাজ), জোদাইদুর রহমান সাগর ( দৈনিক আজকের জনগণ) ও আবু তারেক (দৈনিক সময়ের কন্ঠ) ।
আহত সাংবাদিক শাহিন আলম জানান, উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী ইদগাঁহ মাঠ আলিম মাদ্রাসার দ্প্তরী রিপন প্রায় ৩ মাস ধরে জেলহাজত থেকেও বেতন পাচ্ছেন। এই অভিযোগের প্রেক্ষিতে উক্ত মাদ্রাসায় তথ্য সংগ্রহ করতে যায় সাংবাদিকরা। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনহাজ উদ্দিনের কাছে এবিষয়ে জানতে এবং ক্যামেরায় ভিডিও বক্তব্য চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে তার নেতৃত্বে কারাবন্দী নৈশ্য প্রহরী রিপনের বাবা রফিকুল ইসলাম অন্যান্য শিক্ষকরা সাংবাদিকদের এলোপাথাড়ি মারধর করে সাংবাদিকদের আহত করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. হেদায়েতুল ইসলাম জানান, আহত সাংবাদিকদের মধ্যে আবু তারেককে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) প্রলয় কুমার বর্মা জানান, ঘটনাস্থলে থেকে আহত সাংবাদিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে মাদ্রাসার অধ্যক্ষ মিনহাজ উদ্দিন(অভিযুক্ত)র ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 























