বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা দেশের গর্ব-অহংকার: রিপন

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের গর্ব ও আমাদের অহংকার। ৭১ এর মুক্তিযোদ্ধেদের রক্ত-আত্মত্যাগ বৃথা যায়নি।

৭১-এ সম্মুখ যুদ্ধে গাইবান্ধার সাঘাটা উপজেলার দলদলিয়া ত্রিমোহিনী ঘাটে শাহাদত বরণকারি ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্বরণে মঙ্গলবার (২৪ অক্টোবর) নানা কর্মসূচি পালনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিপন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আবার স্বাধীনতা বিরোধী শক্তি দেশটাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এজন্য মুক্তিযোদ্ধাসহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে সতর্ক থাকতে হবে।

দলদলিয়া বিজয় স্মৃতিস্তম্ভ চত্বরে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদ রসুলেরসভাপতিত্বে স্বরণসভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার কামাল হোসেন, গাইবান্ধা জেলা (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, থানার ওসি রাকিব হাসান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আজাহার আলী, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এর আগে প্রথমেই শহীদদের স্বরণ জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, শহীদ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারের বেদিতে পুস্পমাল্য অপর্ন করা হয়।

জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা দেশের গর্ব-অহংকার: রিপন

প্রকাশের সময়: ০৮:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের গর্ব ও আমাদের অহংকার। ৭১ এর মুক্তিযোদ্ধেদের রক্ত-আত্মত্যাগ বৃথা যায়নি।

৭১-এ সম্মুখ যুদ্ধে গাইবান্ধার সাঘাটা উপজেলার দলদলিয়া ত্রিমোহিনী ঘাটে শাহাদত বরণকারি ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্বরণে মঙ্গলবার (২৪ অক্টোবর) নানা কর্মসূচি পালনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিপন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আবার স্বাধীনতা বিরোধী শক্তি দেশটাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এজন্য মুক্তিযোদ্ধাসহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে সতর্ক থাকতে হবে।

দলদলিয়া বিজয় স্মৃতিস্তম্ভ চত্বরে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট নাহিদ রসুলেরসভাপতিত্বে স্বরণসভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার কামাল হোসেন, গাইবান্ধা জেলা (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন, থানার ওসি রাকিব হাসান, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এসএম সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আজাহার আলী, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এর আগে প্রথমেই শহীদদের স্বরণ জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, শহীদ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারের বেদিতে পুস্পমাল্য অপর্ন করা হয়।